হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক ওরিয়েন্টেশন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষকদের পাশে থাকবে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম।
শনিবার (৯ নভেম্বর) বেলা ৩টায় সীতাকুণ্ড সদরের উত্তর বাজারের রাজবাড়ি রেস্তোরাঁয় (দ্বিতীয় তলা) অনুষ্ঠিত
সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি জসিম উদ্দিন মোবারক, সহ-সভাপতি মো. শামসুল আরেফিন, সহ-সভাপতি রোটারিয়ান মো আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান মো. শওকত হোসেন,সহ-সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায়, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী বিটু, অর্থবিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন, তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হাকিম মোল্লা, দপ্তর সম্পাদক সুজিত পাল ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন কুমার দাশ।
সভার আলোচ্যসূচি ছিল প্রাথমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষকদের উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক ওরিয়েন্টেশন কোর্স, বার্ষিক বনভোজন, ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়ে প্রধানশিক্ষক হাবিব উল্লাহ’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এরপর প্রাথমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষকদের জন্যে উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করতে বোরহান উদ্দিনকে মহাসচিব করে একটি উপকমিটি গঠন করা হয়। বার্ষিক বনভোজন করার জন্যে রোটারিয়ান শওকত হোসেনকে চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম চৌধুরী বিটুকে মহাসচিব করে একটি উপকমিটি করা হয়। বনভোজনের সম্ভাব্য তারিখ ১১ জানুয়ারি ২০২৫ ও স্থান নির্ধারণ করা হয় পতেঙ্গা সীবিচ। এছাড়া এসজেএফ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্যে বোরহান উদ্দিনকে মহাসচিব করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিকে অন্যান্য উপকমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে একটি চাররঙ্গা আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ ও সীতাকুণ্ডের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে এমন গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদানের সিদ্ধান্ত হয়। এদিকে ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে এসজেএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সভায় সংগঠনের নতুন সদস্য করার ওপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে সংগঠনের সদস্যদের সহধর্মিনীদের সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সদস্য করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ডের বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থাকা, এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তার পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৩ সালের ১ মে এ সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ১৯ দফা কর্মসূচি শীর্ষক পোস্টার ও লিফলেট বিলি করে জনগণকে সার্বিকভাবে সচেতন করে আসছে। এছাড়া এ সংগঠন গত ১১ মে ২০২৪ সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনাবিষয়ক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সর্বশেষ সীতাকুণ্ডের সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নের ৩০টি বন্যাদুর্গত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে ৩হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণও বিতরণ করা হয়।