চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক অপারেটর জানান, আগুনের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখানো জানা যায়নি।
আগুন নিভলো এক ঘণ্টা
এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ১১টার কিছু সময় পর আগুন নেভানো যায়। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসব নিরুপণে কাজ করছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত