চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এশিয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এশিয়ান গ্রুপ-সিজেকেএস বাস্কেটবল (মহিলা) লীগ ২০১৬-১৭ শুক্রবার (৭ জুলাই) সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের উদ্বোধন করেন।
ফলাফল : ১ম খেলায় পাইরেটস অব চিটাগং ১৯-০৬ পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) কে পরাজিত করে। খেলায় পাইরেটস অব চিটাগং এর সনজুই সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করে। ২য় খেলায় ও.পি.এ. ১৫-৯ পয়েন্টে পাইরেটস অব চিটাগং কে পরাজিত করে। খেলায় ও.পি.এ. একাদশের মাহিমা এবং রাইসা সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করেন। ৩য় খেলায় ও.পি.এ. ১৩-৭ পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) কে পরাজিত করে। খেলায় ও.পি.এ. একাদশের মাহিমা ৮ পয়েন্ট অর্জন করেন।