[caption id="attachment_92289" align="aligncenter" width="640"]
চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাবে - আব্দুল হান্নান[/caption]
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক অন্যায় ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগপত্র বাতিল করা- প্রার্থীদের অবিলম্বে চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১৬ নভেম্বর ) সকালে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে চাকুরিবঞ্চিত প্রার্থীরা এ মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন, ইমরান উদ্দিন, আজমুর রহমান,হেলাল উদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন ’চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম বেকার’ আমরা চাকুরিবঞ্চিত প্রার্থীরা আমাদের নিয়োগপত্র বাতিলের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে চাকুরিতে যোগদানের সুযোগ প্রদানের জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রতি অনুরোধ করছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত