সীতাকুণ্ডে সাবেক নৌ-কমান্ডো নুরুল গণির জানাযা সম্পন্ন

সাবেক নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা নুরুল গণির নামাজে জানাযা সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সাবেক নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা নুরুল গণির নামাজে জানাযা সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): প্রগতি ইন্ডাস্ট্রিজ এর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সেক্রেটারি ৭১ রনাঙ্গণের পতেঙ্গা নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল গণি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৭৪ বছর। মঙ্গলবার ( ১৯ নভেম্বর’২৪) রাত ৩.৩০ টায় সীতাকুণ্ড পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার পিতার নাম মরহুম নুরুল মাস্টার। মৃত্যকালে তিনি এক মেয়ে, এক ছেলে, স্ত্রি রেখে গেছেন। বেলা ১১ টায় মরহুমের প্রথম নামাজে যানাযা সীতাকুণ্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিয়াজ মোল্লার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সীতাকুণ্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, গোলাম রব্বানী, আবুল বশর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী, মরহুমের ভগ্নপতি ইপসা সাধারন পরিষদের সদস্য জনাব মোঃ মোবারক হোসেন, ও ইপসা সাধারন পরিষদের সদস্য শাহ সুলতান শামীম ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন