আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর গাজায় হামলা অরও জোরদার করেছে ইসরাইল। গত ৪৮ ঘণ্টায় হামলা চালিয়ে গাজায় আরও অন্তত ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বলেন, গাজা সিটির জয়তুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলের বিমান হামলায় আল-ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরের ভেতরে অবস্থিত। আল–জাজিরা ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে।
ইসরাইলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলাভিযানও জোরদার করেছে। গাজার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাওয়া হাসপাতালগুলোর একটিতে হামলা হয়েছে, আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন কর্মী।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া গতকাল এক বিবৃতিতে বলেন, ইসরাইলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণ, বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফটক লক্ষ্য করেও হামলা চালিয়েছে।
হামলায় ১২ জন আহত হয়েছেন বলেও জানান কামাল আদওয়ান। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক, নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন।
ইসরাইলের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রাথমিক পর্যালোচনার পর তারা বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় হামলার বিষয়ে অবগত ছিল না।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ মেরেছে ইসরাইলি দখলদার বাহিনী। এছাড়াও আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত