[caption id="attachment_92695" align="aligncenter" width="640"]
পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজ্বী বাবুল হক’র নেতৃত্বে বিজয় র্যালি - আব্দুল হান্নান ( কাজল )[/caption]
পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজ্বী বাবুল হক মিছিল সহকারে বিজয় র্যালি নিয়ে নগরীর ২ নং গেইটস্থ শহীদ জিয়া বিপ্লবী উদ্যানে যোগদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজসেবক ফখরুল হাসান চৌধুরী রাজু,মাহবুব আলম,জহুর মিয়া,ফারুক খান,শাহেদ খান,মিলখাঁন,মাশুক, মাহমুদ,জীবন,রাসু,ছাত্রদল নেতা কাউছার, তুষার,রমজান,জীবন,শুভ, জুবায়েরসহ প্রমুখ।
পরে শহীদ জিয়া বিপ্লবী উদ্যানে মহান বিজয় দিবসে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত