বিজয় দিবসে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র ট্রাষ্ট চট্টগ্রাম কর্মসূচি পালিত।
বিজয় দিবসে বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে অপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্বাদের সমাবেশ অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান, মহাসচিব ফাহিম উদ্দিন ,অধ্যাপক ড, ইদ্রিস আলী, আবুল কাশেম,মোজাফফর আহমেদ, নুরুল ইসলাম, দেওয়ান মাকসুদ, রাজা মিয়া,ডা.শাহ আলম ভুইয়া, শাহ আলম নিপু,রেজাউল করিম চৌধুরী কুসুম,তৌহিদুল আলম কাজল, সোলায়মান খান, নুরুল আরশাদ চৌধুরী,মো,শফী খান সিরাজুল ইসলাম চৌধুরী, জামাল উদ্দিন,বাহার, সুযশময় চৌধুরী,মশিউর রহমান খান,নোমান আহমেদ ছিদ্দিকী,অধ্যাপক আবদুল হাই, আব্দুল মাবুদ, সোহাগ চৌধুরী,হাসিনা আক্তার টুনু,দিলরুবা খানম ছুটি, নজরুল ইসলাম মিয়া, মীর সাকিব হোসেন, সাদিয়া নুর আফরিন , এম কাইছার উদ্দীন, জানে আলম প্রমুখ।
জাতীয় সঙ্গীত গাওয়ার পর মিছিল সহকারে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে পুস্প স্থবক অর্পন করেন, এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান।
তিনি বলেন" বিগত ৫৩ বছরের কোন সরকারের আমলে মুক্তিযুদ্ধোদের বিরাট অংশ কোন সরকারের বিরুদ্ধে কোন কথা বলতে পারেন নি, আজো একই অবস্থা বিদ্যামান,এই অবস্হার উত্তোরণের জন্য ঔপনিবেশিক শাসন কাঠামো সংস্কারের বিকল্প নেই, তিনি পেশাজীবী শ্রমজীবী, কর্মজীবী সহ সব শ্রেণীর জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদায়িত্ব দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ইউনিয়ন ও শহরের ওয়ার্ড পর্যায়ের জনগণকে এলাকা শাসণের ক্ষমতা প্রদান,গণতন্ত্র চর্চা, সব শ্রেণীর জনগণের জন্য শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা গ্রহন, উপযোগী সংস্কার সাধণের জন্য জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত