ঝাউতলাতে ‘টেস্টি ট্রিট’ এর শাখা উদ্বোধন

টেস্টি ট্রিট’ নগরীর খুলশীস্থ ঝাউতলা স্টেশন রোডে এর একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। খূলশীস্থ ঝাউতলাতে ‘টেস্টি ট্রিট’এর উদ্বোধন করছেন সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রব সওদাগর – আব্দুল হান্নান ( কাজল )

 দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ নগরীর খুলশীস্থ ঝাউতলা স্টেশন রোডে এর একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়।

শুক্রবার ( ২০ ডিসেম্বর ) বিকেল ৫টায় এর উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রব সওদাগর। এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আর এফ এল গ্রুপ এর চেয়ারম্যান আহসান খাঁন চৌধুরী,টেস্টি ট্রিট খুলশী ঝাউতলা ব্রাঞ্চের প্রোপ্রাইটর মোঃ শাহাজাহান মিন্টু, দীন মোহাম্মদ ঝন্টু, সিরাজুল ইসলাম রাসেল, ট্রেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল,ঝাউতলা স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা আরিফুর রহমান, সরদার বাহাদুর নগর জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন সহ রাজনীতিবীদ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মোনাজাত পরিচালনা করেন ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার পরিচালক আল্লামা আলী উছমান।

শেয়ার করুন