
হাটহাজারীস্থ অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজে বেল্ট পরীক্ষা শনিবার ( ২১ ডিসেম্বর ) বিকেলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রথম ব্যাচের ১২০ জন কারাতেকা উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন মোহাম্মদ গ্রুপের এজি এম রুবেল পারভেজ চৌধুরী জাহেদ।
উদ্বোধন করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মিজানুর রহমান। প্রধান পরিক্ষকের দায়িত্বে ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের প্রধান প্রশিক্ষক প্রফেসর শিহান অজয় দে। তাকে সহযোগিতা করেন সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ( কাজল ), গাজী কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক ও জাতীয় কারাতে রেফারি গাজী মোঃ ইউনুস, ফাইটার কারাতে ক্লাবের প্রশিক্ষক মোঃ নাছির উদ্দিন নাছিম, মোঃ আলী আকবর, মোঃ জাহেদ, ইঞ্জিনিয়ার মোমিন।