দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব ও দল চায়: মান্না

আরও পড়ুন

সচিবালয়ে আগুন ‘পরিকল্পিত’

সিপিবির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

নুরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ

সাড়ে ৪ মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তিত দল ও নতুন ধরনের রাজনীতি চায়।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, জেন জি’র আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়।’

শোকসভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি এসএম আকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়াও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য দেন।

শেয়ার করুন