সীতাকুণ্ড (চট্টগ্রাম) :ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ধনী-গরিব বৈষম্যহীনভাবে একই কাতারে বিভিন্ন শ্রেণি পেশার সাড়ে চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল চারটায় সীতাকুণ্ড পৌরসভাস্থ প্রেস ক্লাব সংলগ্ন মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আবু তাহের, উপজেলা জামায়াতের শূরা সদস্য ও যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন।
গণ ইফতার ও দোয়া মাহফিলে শ্রমজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, কবি, সরকারি কর্মকর্তা, চাকুরীজীবি, অসহায়, দু:স্থ পুরুষ, নারী, শিশুসহ সাড়ে চার শতাধিক মানুষ অংশ নেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত