আধুনিক পত্রিকার জনক ছিলেন মরহুম আব্দুল্লাহ আল ছগীর : ৩৪তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মরহুম আব্দুল্লাহ আল ছগীর।

হাকিম মোল্লা : চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল ছগির স্যার পৃথিবীর সকল মায়া ছেড়ে এই দিনে বিদায় নেন।

আজ ২৯ মার্চ ৩৪তম মৃত্যুবার্ষিকী। তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

তাঁর হাত ধরেই বন্দর নগরী চট্টগ্রামে আধুনিক প্রযুক্তির সংবাদপত্রের সূচনা হয়। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সাংবাদিক নেতৃবৃন্দ সংবাদপত্র জগতের এই মহান ব্যক্তিত্বকে।

 একাধারে রাজনীতিবিদ ,সমাজসেবক, সাংবাদিক ও শিক্ষানুরাগী ছিলেন জ্ঞানের বাতির এই মানুষটি।
হাটহাজারীর গড়দুয়ারায় ঐতিহ্যবাহী উচ্চবিদ্যালয় ড শহীদুল্লাহ একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন | তিনি বাংলাদেশ সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সহ সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও এ অঞ্চলে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্যমতো ভুমিকা রাখেন।

সদালাপী মানবিক ও নিরহংকারী মানুষ আব্দুল্লাহ আল ছগির ভাষা সংগ্রামে সম্পৃক্ততা ছাড়াও চট্টগ্রাম বিশবিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনেও অবদান রাখেন। সাদাসিধে ও পরোপকারী ছিলেন। অনেকটা প্রচার বিমূখ , ছিলেন ধর্মপরায়ণ এবং অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।

মরহুমের বড় ছেলে দৈনিক নয়াবাংলার প্রকাশক ও সম্পাদক : জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ, মেজো ছেলে সহযোগী সম্পাদক  এস এম এনামুল কাদের ও সেজো ছেলে ব্যবস্থাপনা সম্পাদক  বি এম মনজুর এলাহী।

হে মহান আল্লাহ তাকে ক্ষমা করুন  জান্নাত নসিব করুন , কেয়ামতের আগ পর্যন্ত তাকে জান্নাতবাসীর মত রাখুন সবার কাছে দোয়া ও মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার সন্তানরা।

শেয়ার করুন