প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের বাকলিয়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।
আজ (১ জানুয়ারি) বুধবার সকালে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছমিন আকতার অত্র বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আজমান ছরওয়ারের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন শুরু করেন। বই বিতরণের শুরুতে এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন শিক্ষিকা খালেদা বেগম, ফৌজিয়া নাসরিন, নাছিমা আকতার, সোলতানা রাজিয়া, হামিদা ইয়াছমিন,জান্নাতুল ফেরদৌস, আনন্দী দাশ, চম্পা নাথ প্রমুখ। নতুন বছরে নতুন শিক্ষাবর্ষের নতুন বই পেয়ে বেশ খুশি ছাত্র ছাত্রীরা।