সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি জহির উদ্দিন বাবুল এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বায়তুল আমান জামে মসজিদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লী ছাড়াও গ্রামবাসী অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, জহির উদ্দিন বাবুল একজন সৎ ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবত মসজিদের সভাপতির সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। একটি মহল জহির উদ্দিন বাবুল এর পারিবারিক সামাজিক ও ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হইয়া কুচক্রী মহলের ইন্ধনে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানহানি করার কুমানসে মিথ্যা অপবাদ দিয়ে সভাপতির পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন মোঃ ফারুক, সেকান্দর, বাবলু, আনিস, সামসু, সবুজ, আলাউদ্দিন, নাসির, ইকবাল, জাহাঙ্গীর, শাহ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।