হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উপজেলা সদর হাসপাতালে একজন করে হোমিও চিকিৎসক নিয়োগ, হোমিও প্যাথিক কলেজ এমপিওভুক্তকরন, হোমিও প্যাথিক ব্যাচেলর ডিগ্রি কলেজ চালু ও হোমিও চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) সীতাকুণ্ড উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১লা মে) সীতাকুণ্ড পৌর হোমিও দাতব্য চিকিৎসালয় কার্যালয়ে আয়োজিত ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভায় এ আহবান জানানো হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাঃ কান্তি ভূষন নাথ।
সীতাকুণ্ড পৌর হোমিও দাতব্য চিকিৎসালয় কার্যালয়ে বি এইচএমএ সীতাকুণ্ড শাখার সভাপতি ডাঃ রফিক উল্ল্যার সভাপতিত্বে ও পৌর দাতব্য চিকিৎসালয়ের সেক্রেটারী ডাঃ কামাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আশরাফ উদ্দীন, ডাঃ আব্দুর রহমান মামুন, ডাঃ আবু জাফর, ডাঃ স্বপ্নারানী দাশ, ডাঃ অমর কান্তি শীল, ডাঃ রবীন্দ্র কুমার নাথ ।
আরোও উপস্থিত ছিলেন, ডাঃ কামরুজ্জামান, ডাঃ কৃঞ্চ লাল শীল, ডাঃ আবুল আলম, ডাঃ রাম চন্দ্র সুত্রধর প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত