নিজস্ব প্রতিবেদক: উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন দীর্ঘদিনের ঝুকিপূর্ণ মাদারট্রি (গর্জন)গাছটি পড়ে গিয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝুকিপূর্ণ এই গাছের গোড়ালির মাটি সরে আলগা হয়ে প্রকৃতিগত ভাবে পড়ে যায়।গাছের উপরি অংশের ডালপালা ফ্রেন্ডশিপ হাসপাতালের একাংশে উপড়ে পড়ে।এতে অপারেশন থিয়েটার(ওটি) কক্ষ,জেনারেটর কক্ষের আংশিক এবং রোগীদের খাওয়ার পানির টাংকি সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়।
৫ মে বিকেল ৩টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফ্রেন্ডশিপ হাসপাতালের একজন প্রতিনিধি উখিয়া রেঞ্জ কর্মকর্তা বরাবর অবগত করেন,তার বরাতে উখিয়ার সহকারী বনসংরক্ষক(এসিএফ)মো:শাহিনুর ইসলাম শাহীন সত্যতা নিশ্চিত করেন ।
খবর পেয়ে তাৎক্ষনিক উখিয়ার ঘাট বিট কর্মকর্তা’কে ঘটনাস্থলে পাঠান এবং তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়।বিট কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশ দেখেন এবং প্রকৃতিগতভাবে পড়ে যাওয়া গর্জন গাছটির বিষয়ে অবগত করে ৬ মে উক্ত গাছটি জব্দ করেন এবং কেটে উখিয়ার ঘাট বনবিট কার্যালয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন।উক্ত গাছটি কেউ কেটেছে মর্মে একটি পক্ষ মিথ্যাচার করেন।এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মো:ইসমাঈল,মিয়া,হোছন আহমদ, সনজিদা ও হোছন সহ অনেকেই জানান,গাছটি দীর্ঘদিন ঝুকিপূর্ণ অবস্থায় ছিল।পাশ দিয়ে চলাচলের পথ ছিল।জনচলাচলে অনেকটা ঝুকিপূর্ণ ছিল।এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারী বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন হয়েছিল।গাছটি দীর্ঘদিন সেখানে ঝুকিপূর্ণ অবস্থায় ছিল,অত:পর প্রাকৃতিকভাবে গাছটি পড়ে গেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাছটি ফেলে দেওয়া হয়েছে, বিষয়টি সত্য নয়।এটি কারো অপপ্রচার।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ প্রশাসন তৎপর রয়েছে।কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যথাযথ তদন্ত স্বাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান, উখিয়ার রেঞ্জে দায়িত্বরত কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম শাহীন।