কক্সবাজারে জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:‘‘মহানবী (সঃ) কে আল্লাহ তা’য়ালা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সর্বত্র শান্তি ফিরে আসবে।’’
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত ২ দিন ব্যাপী সীরত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী এ কথা বলেন। ৮ মে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইফার উপ- পরিচালক ফাহমিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সরওয়ার আকবর। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা মোট ২ গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ গ্রুপ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি এবং ‘খ’ গ্রুপ ৯ম থেকে একাদশ শ্রেণি। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার , ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
শেয়ার করুন