ফটিকছড়ি প্রতিনিধি:তীব্র তাপদাহে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেলের উদ্যোগে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাব -এ- শাহানশাহ্ হক ভাণ্ডারী তোরণ (দরবার গেইট সংলগ্ন) ঝংকার মোড়ে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
১৪ মে শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়কারক মোহাম্মদ আলমগীর আলম,মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল,মোহাম্মদ নুরুল হুদা,মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ আলি নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটন কুমার দে,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ হারুন,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ হারুন উর রশিদ,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ আবুল বশর,হারেছ উদ্দিন সুজন প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন,শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানিজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী(ম.) এর নির্দেশনায় মানব কল্যাণে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় তীব্র তাপদহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণের এ কার্যক্রম প্রশংসনীয়।