হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফ. সি. এ বলেছেন শিক্ষার্থীদের মেধাবী করে তোলা শিক্ষার্থীর একার পক্ষে সম্ভব নয়। এতে তিন পক্ষ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের পরে চতুর্থ পক্ষ হিসেবে জনপ্রতিনিধিদেরও তাদের দায়িত্ব ঠিক মতো পালন করা জরুরি বলে আমি মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সামনে কথা বলার সময়ও বড়দের সতর্ক থাকার আহবান জানান।
তিনি আরোও বলেন শিক্ষার্থীদের কম করে দুই ঘন্টা বাসায় পড়তে হবে এতে অন্তত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না। অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। ভাল শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
রবিবার (১৮ মে) সকাল ১১ সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ (এডহক) কমিটির সভাপতি
মোঃ মাহবুব-ই-খোদা চৌধুরী (মোরশেদ) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিরন্ত্রক মোহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গীতা পাঠ করেন স্কুলে ছাত্রী প্রত্যাশা দে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমূখ।