হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) :দীর্ঘ ১৮ ঘণ্টা পর সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ কিশোর সিফাতের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজার জেলার উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্ল্যার পুত্র। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কের ঢালাই শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় সিফাত সড়কের নির্মাণশ্রমিক তার বন্ধু মোবারককে নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট ঘুরতে যান। এ সময় তারা দু’জনে সমুদ্রে গোসল করতে নামেন। সিফাত সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তীব্র স্রোতের মুখে পড়ে সমুদ্রে তলিয়ে যান সিফাত। এ
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তারা নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারে চেষ্টা চালান। কিন্তু উত্তাল ঢেউ আর জোয়ারের কারণে শনিবার দিবাগত রাত ২ টা থেকে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে রবিবার সকাল থেকে নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেন তারা। নিখোঁজের ১৮ ঘণ্টা পর সকাল সাড়ে ১০ টায় বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন সমুদ্র সৈকতের কিছু দূরে ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে তারা উদ্ধার করেন।