বান্দরবানে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র ১.৪.১ সূচকের আওতায় “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে (রবিবার) বান্দরবান সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বেতার, বান্দরবান এর আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেয়াজুল হক ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ ওয়াহিদুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেড় শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার বান্দরবান এর আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার বলেন, বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর নতুন এক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৪র্থ শিল্প বিপ্লব ও এআই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য তরুণদেরকে দক্ষ হয়ে গড়ে উঠার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, ”গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এবং ভবিষ্যৎ উন্নয়ন যাতে সমতা এবং সামাজিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য। এখন সময় এসেছে বাংলাদেশের এই বিশাল তরুণ প্রজন্মের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগানোর।”

শেয়ার করুন