
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। ২০ মে’ ২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালত পরিচালনার দায়িত্বরত ইউপি সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এভিসিবি৩ এর উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন, এভিসিবি-৩ প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, “গ্রাম আদালত একটি সরকারী সেবা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার পাশাপাশি এই সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। তাই সকল ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করতে হবে। যদি কোন ধরনের বাধা আসে তা অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে।” গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক হতে বলেছেন তিনি। তাছাড়া শালিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি না করে গ্রাম আদালতে মামলা গ্রহণ এবং নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৫টি মামলা গ্রহণ ও ৫টি মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দেন। যেসব ইউনিয়ন মাসে ৫ এর অধিক মামলা গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন করবে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান। সপ্তাহে ২ দিন শুনানী করে তার ছবি ও ভিডিও গ্রুপে শেয়ার করার পরামর্শ প্রদান করেন। ইউপি সদস্যদের মামলা পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য ইউনিয়ন ভিত্তিক নন-বাজেটরী ওরিয়েন্টেশন আয়োজনের জন্য উপজেলা কো-অর্ডিনেটরকে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে ইউপি সদস্যদের ভাতা বন্ধের দাবি জানান। গ্রাম আদালত পরিচালনা করে ভালো অর্জনগুলো তুলে ধরার পরামর্শসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় পার্বত্য অঞ্চল ব্যাতীত বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য সরকার গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা চালু করা হয়েছে। সুতরাং এখানে গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ করে রাখার কোন সুযোগ নাই।