নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ¦ এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা, একটি মহান ব্রত। সমাজে যিনি শিক্ষা দান করেন বা যিনি নিজেকে শিক্ষকতার পেশায় নিয়োজিত করেন তিনি হলেন শিক্ষক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড শক্ত করার কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষক ছাড়া উন্নত সমাজ, টেকসই উন্নয়ন ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। মানুষ জন্মলগ্ন থেকেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর কলাকৌশলই হলো শিক্ষা। শিক্ষা অর্জনের ক্ষমতা মানুষের জন্মগত। শিক্ষকের কাজ হলো এই শিক্ষা অর্জনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং পরিকল্পনা প্রনয়ন করা। পরিকল্পিত শিক্ষার মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক ও শিক্ষার উন্নয়ন আনয়ন করা সম্ভব। শিক্ষা একটি দেশের অর্থনীতিতে মানব সম্পদ ও মানব পুঁজি তৈরি ও সরবরাহ করে থাকে। যা অর্থনৈতিকভাবে আমাদের কৃষি, শিল্প ও অন্যান্য সামাজিক খাতের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিত শিক্ষার সাথে অর্থনৈতিক উন্নয়নের এক কঠিন যোগসূত্র রয়েছে।
তিনি আজ ২২ মে (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় গোমদন্ডী পাইলট স্কুলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী উপজেলার সভাপতি অধ্যাপক ইমাম উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনজুর আলমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ওসমান গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সদস্য শওকত আলম শওকত।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত