সিজেকেএস আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বেলুন উড়িয়ে দখিনা-সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মাসিক দখিনা’র পৃষ্ঠপোষকতায় দখিনা-সিজেকেএস আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মো: জিল্লুর রহমান চৌধুরী।  সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস.এম. মোস্তাইন হোসেনের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাসিক দখিনা’র সম্পাদক সরওয়ার জাহান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহাজাদা আলম, সিডিএফএ এর সিনিয়র সহ-সভাপতি এস.এম.শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু, যুগ্ম-আহবায়ক মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো: ইব্রাহীম, হাসান মুরাদ বিপ্লব, সদস্য শাহীন সরোয়ার, এনামুল হক, এ.এস.এম. সাইফুদ্দিন, মো: সাইফুল্লাহ্ চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর হারুন-আল-রশীদ, সজীব বিকাশ বড়–য়া টুটুল, আবু সরওয়ার চৌধুরী, আলী ইকরামুল হক, মো: মোরশেদুল আলম প্রমূখ। চট্টগ্রামের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। দলগুলো হল: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সাদার্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মা ও শিশু মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।

শেয়ার করুন