ড. ইউনূসকে কটূক্তি মামলার প্রতিবেদন আসেনি ৭ মাসে!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পবিত্র আল-কুরআন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সেনাপ্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এখনও জমা দেয়নি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এইচ. এম. সাইফুদ্দীন। মামলায় মোক্তার হোসেন নামের একজন ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক উসকানির অভিযোগ আনা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দীন আহম্মদ খান রনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিলেও সাত মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি।

মামলার বাদী এইচ. এম. সাইফুদ্দীন বলেন, মোক্তার হোসেন ‘Md.Hassan’ নামে ফেসবুক আইডি থেকে লাইভে এসে পবিত্র কুরআন শরীফ ও জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি দেওয়ার মতো বক্তব্য ছিল। তাই আমি মামলা করি। সাত মাস পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি, কারণ তদন্ত প্রতিবেদনই দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাছির উদ্দিন বলেন, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। আলামত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই আসামির সংশ্লিষ্টতা নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মামলাটি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সিআর ৫২০/২০২৪ নম্বরে রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন