হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান অনুষঙ্গ হল জনপ্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার প্রসার। এ
লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা অটোমেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল আধুনিক সেবার সুফল সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ সরকার ২৫-২৭ মে ২০২৫ তারিখ তিন দিনব্যাপী দেশব্যাপী “ভূমি মেলা ২০২৫ আয়োজন করেছে।
এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মেলায় ই-নামজারি, মিসমামলা, অর্পিত সম্পত্তি ও এলডি ট্যাক্স বিষয়ক চারটি সেবা বুথ স্থাপন করা হয়েছে, যেখানে উপস্থিত সেবাপ্রার্থীরা দিনব্যাপী তাৎক্ষণিক সেবা ও সমস্যার সমাধান পাবেন। সঙ্গে রয়েছে সেবা বুথ” ও সার্বক্ষণিক গণশুনানির ব্যবস্থা, যেখানে সেবাগ্রহিতারা সরাসরি অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান লাভ করবেন।
উক্ত অনুষ্ঠানের কিছু ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন- বড় পর্দায় ভূমি মন্ত্রণালয় প্রদত্ত ভূমি সংক্রান্ত ডকুমেন্টারি ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, ভূমি সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সেমিনার,গণসচেতনতামূলক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনী।
ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাবৃন্দ, সুধীজন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মামুন ভূমি মেলা উপলক্ষে বলেন— ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ভূমি মেলা ২০২৫-এ আমরা চারটি বিশেষ বুথের মাধ্যমে সেবা প্রদান করছি— যেখানে ই-নামজারি বুথ থেকে ই-নামজারিসংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান, এলডি ট্যাক্স বুথে দ্রুত ভূমি উন্নয়ন কর প্রদান ও এ সংক্রান্ত সমস্যা সমাধান, মিসমামলা বুথে মিসকেস সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ প্রদান এবং অর্পিত সম্পত্তি সংক্রান্ত বুদ্ধে এ সম্পর্কিত যাবতীয় সকল সেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত আছি। সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে “সেবা বুথ’ এবং গণশুনানির কার্যক্রম যার মাধ্যমে সরাসরি অভিযোগ শুনে, তাৎক্ষণিক সমাধান দেওয়ার সুযোগ থাকছে।”
যে কোন সেবাগ্রহীতার মেলায় আগত সেবাগ্রহীতা রবিউল ইসলাম বলেন—“কিছুদিন আগে খতিয়ানে একটি ভুল ধরা পড়লে ভূমি অফিসে যোগাযোগ
করি। সহকারী কমিশনার (ভূমি) মহোদয় আমার সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখেন, দ্রুত মিসমামলা রুজু করেন এবং অল্প সময়েই সমস্যার সমাধান করেন।”
ভূমি মেলা ২০২৫-এর এই উদ্যোগ জনসাধারণের মাঝে ডিজিটাল ও আধুনিক ভূমি সেবার গুরুত্ব পুরোপুরি পৌঁছে দেবে এমনটাই প্রত্যাশা উপজেলা রাজস্ব প্রশাসনের। সাধারণ নাগরিকের ভূমি সম্পর্কিত সকল সমস্যা দ্রুত ও সহজ সমাধানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ ০৩ (তিন) দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ সফল হোক।