হাকিম মোল্লা,সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সম্প্রতি সীতাকুণ্ড পৌরসদরস্থ শিবপুর ছোটকুমিরা খালটি কয়েক লক্ষ টাকার বিনিময় খনন করা হয়েছে। কিন্তু এলাকা বাসী জানান বশরত নগরে বিগত বিশ বছর আগে নির্মিত রাবার ড্যামটির কারনে বর্ষার মৌসুমে পানি আটকে পুনরায় খালটি ভরে গিয়ে পুরো ১০কিলোমিটার এলাকায় কয়েকটি গ্রাম পানিতে ডুবে যাবে। এলাকাবাসী জানান রাবার ড্যামটির ছোট মুখ দিয়ে খালের পানি যাওয়া সম্ভব না। তারা জানান বর্ষার আগেই যদি রাবার ড্যামটির পাশে একটি কালভার্ট নির্মাণ না করতে পারলে খালখনন প্রকল্প টি বিফলে যাবে। স্থানীয় সাবেক কাউন্সিলর জামায়াত নেতা মো তাহের জানান খালের পানি নিষ্কাশনের বিষয়টি আমরা সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ২৮ মে (বুধবার) বেলা ১১ টায় এলজিডি প্রকৌশলী আলমগীর বাদশাকে সরেজমিনে পরিদর্শন করতে পাঠান।
এসময় প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, পানি উন্নয়ন বোর্ড অনেক আগেই এই রাবার ড্যাম তৈরী করে। এখানে একটা কৃষকদের সমিতি ছিল। সমিতির সদস্যদেরকে সচল করতে পারলে কেন একটা কিছু করা যেত।
তবে খালের পানি চলাচলের কেন ব্যবস্থা করা যায় কিনা আমরা দেখব। এলাকার প্রবীণ কৃষক জামাল উদ্দিন বলেন, ২০ বছর আগে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে খালটিতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি রাবার ড্যাম বসানো হয়। অপরিকল্পিত এই রাবার ড্যামটি এখন গলার কাটা হয়ে গেছে শিবপুর,ইদিলপুর, কেদারখিল, সৈয়দপুর গ্রামের কৃষকদের কাছে। এসব গ্রামের কৃষক কোন চাষাবাদ করতে পারছে না। অবাধ পানি প্রবাহে বাধা হওয়া হাজার হাজার একর কৃষি জমি অনাবাদী হয়ে গেছে।
পরিদর্শনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ তাহেরসহ এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষক উপস্থিত ছিলেন।