
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ একটি টিলা ধসে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউপির বখতিয়ারেরঘাটে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১ জুন) ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম(৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩) এ চার জনের মরদেহ উদ্ধার করে।
জানা যায়, রিয়াজ উদ্দিনের বাড়ি টিলার পাশেই ছিল।শনিবার দিবাগত রাতে ইয়াজ উদ্দিন তাহার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের কারণে হঠাৎ তার আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ঘুমন্ত এ ৪ জন মারা যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধারে ব্যর্থ হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে নিহতদের পরিবার লিখিতভাবে ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য প্রশাসনের নিকট আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে, প্রশাসনের অনুমতি নিয়ে বাদ আসর বখতিয়ারঘাট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি নিশিন্ত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা ।
এদিকে টানা বর্ষণে টিলা ধসে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে জামাল উদ্দিন(আনা মিয়া) এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামিটিকর এলাকার শিহাব উদ্দিনের বাড়ি-ঘর ভেঙ্গেঁ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। প্রশাসনের নিকট তাদের পরিবার সাহায্যের আবেদন জানিয়ে বলেন, এখন আমরা স্ত্রী-সন্তান নিয়ে কিভাবে বসবাস করব। এ নিয়ে চরম দু:চিন্তায় রয়েছেন তারা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত