 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
 রশিদ নগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের 
  
    
    
    
কক্সবাজার প্রতিনিধি: রামুতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও  ৭ জন আহত হয়েছে।
আজ সকালে উপজেলার  রশিদনগরে এ দুর্ঘটনা ঘটে।রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে, আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়।
ঘটনাস্থলে নিহতরা হলেন বাসের যাত্রী। যাদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহতদের  বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আরো জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় গাড়ি তাদের হেফাজতে নেয়।
 
 
    
    
         
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
        
        
             কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত