হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ ‘ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে সমুদ্র উপকূলীয় মৎসজীবী ও জেলে যারা একই সাথে উপকূলীয় কৃষক তাদের মাঝে ৩২টি গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বখনা বাছুর গুলো বিতরণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হাবিবুল্লাহ্, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, লাইভ স্টক অফিসার কল্লোল বড়ুয়া।