ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুকে কটুক্তি
আইআইইউসি’র শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের প্রতিবাদ সভা

আইআইইউসি’র শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল। ছবি : নয়াবাংলা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর শরীফ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তি করায় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামের নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দারুল ফজল মার্কেট হতে শুরু হয়ে নিউমার্কেট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা হলেন আমাদের চেতনা ও আদর্শের বাতিঘর। বঙ্গবন্ধুকে কটুক্তির মাধ্যমে কথিত এই শিক্ষক আমাদের জাতীয় চেতনায় কুঠারাঘাত করেছে। যে শিক্ষক বাঙালী জাতির মুক্তির অগ্রদূত জাতির পিতাকে স্বীকার করে না, তার কাছ থেকে ছাত্রসমাজ তথা জাতির ভবিষ্যৎ কর্ণধাররাই বা কি শিক্ষা নিবে?

সভায় বক্তারা বলেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে জাতির পিতাকে অবমাননাকারী এই কুলাঙ্গারকে গ্রেফতার করা না হলে ছাত্রলীগ এর সমুচিত জবাব দিবে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইরফানূল আলম জিকু, মিজানুর রহমান মিজান, রাজেশ বড়ুয়া, আরিফুজ্জামান আরিফ, ইয়াসিন আরাফাত কচি, রুমেল বড়ুয়া রাহুল, আব্দুর রহিম শামীমসহ বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এক খণ্ডকালীন শিক্ষক ওমর শরীফ গত বুধবার রাতে তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদা পাঞ্জাবী ও রক্তাক্ত লুঙ্গি পরা ছবি সংযুক্ত করে লেখেন ‘শাহবাগী অমানুষের দল নেশন পাপার লুঙ্গির কথা ভুলে গেছে!! এভরি শাহবাগী ইজ এ ডেম বার্স্টাড”।

শেয়ার করুন