ভাইয়ের লাশ আনতে গিয়ে নিজেও হলেন লাশ

মাসুদুল ইসলাম মাসুদ:দীর্ঘ ১ বছর পর দেশে ফেরত আসতেছিল প্রবাসী ফটিকছড়ির ৪নং ভূজপুর ৭নং ওয়ার্ড তালুকদার পাড়া নিবাসী প্রবাসী রুবেল এর মরদেহ। পরিবারের সুখের জন্য ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল রুবেল। সৌদি আরবে কর্মক্ষেত্রে মালিকের নির্মম নির্যাতনের শিকার হয় রুবেল। পরে মদিনার পুলিশ বিষয়টি জানলে রুবেল কে মদিনার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ২৪ ইং মদিনায় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল এক বছর পরে সেই দেশের আইনি প্রক্রিয়া শেষ করে রুবেলের মরদেহ দেশে আসতেছিল। সেজন্য তার ভাই গিয়েছিলেন ঢাকা এয়ারপোর্ট। নিয়তির নির্মম পরিহাস ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে গিয়ে নিজেও লাশ হয়ে ফিরল মৃত প্রবাসী রুবেলের বড় ভাই ওসমান। ভূজপুরের তালুকদার পাড়ার ওসমান গনী কি জানত ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে নিজেও লাশ হবে। এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী নিজের ছোট ভাই রুবেলের মরদেহ রিসিভ করতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা এলাকায় সড়ক দৃর্ঘটনার কবলে পরেন তাদের লাশবাহী এ্যামবুলেন্স। ঘটনাস্থলেই ইন্তেকাল করেন রুবেলের বড় ভাই ওসমান গণি। এছাড়াও উক্ত সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক, প্রাইভেটকার যাত্রী ও এম্বুল্যান্সের যাত্রী সহ মোট ৩ জন নিহত হয়।এই ঘটনায় পুরো ফটিকছড়ি জুড়ে শোকের ছায়া নেমে আসে। ভুজপুর থানাধীন পাইনদং এলাকায় মানুষের মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এবং সবাই একযোগে শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।

শেয়ার করুন