হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : কেডিএস ও বিএম ডিপোর সামনে গাড়ি রাখলেই চালকদের গুণতে হচ্ছে জরিমানা। সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হচ্ছে । এই অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (২৬ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরাস্হ কেডিএস লজেস্টিক ডিপো ও শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপোর সম্মুখে মহাসড়কের উপর
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরাস্হ কেডিএস লজেস্টিক ডিপো ও শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপোর সম্মুখে মহাসড়কের উপর যত্রতত্র গাড়ী পার্কিং করা এবং উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০২৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ গাড়ী চালককে জরিমানা করা হয়। চালকদের মোট ১৪৫০০ টাকা জরিমানা গুণতে হয়েছে। একই সাথে ডিপো কতৃপক্ষকে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনরোধে ডিপো দুটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।