মাসুদুল ইসলাম মাসুদ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ আব্দুল মোতালেব (মুবিন)। সে ফটিকছড়ি উপজেলার ফতেপুর
( জাতফনগর ইউনিয়ন ) মুরাদ চৌধুরী বাড়ির নিবাসী মো: জসিম উদ্দিন ও জান্নাতুল ফেরদৌসে সন্তন। এক কথায় মুরাদ চৌধুরী বাড়ি, ফতেপুর, জাফতনগর, চট্টগ্রাম। সেই এস এস সি ২০১৩ সাল লতিফ রহমান উচ্চ বিদ্যালয়, এইস এস সি ২০১৫ সাল চট্টগ্রাম কলেজ হতে পাশ করে। এরপর সেই বি এস সি (অনার্স) ও মাস্টার্স: ২০২৩, ২০২৪, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সফলতার সহিত উত্তির্ন হন। সেই অনার্স মাস্টার্স দুইটাই তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। সেই তিন ভাই বোনের মধ্যে সবার বড়। বাবা সৌদি আরব প্রবাসী আর মা গৃহিণী। তার এই সাফল্যে তার সকল শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত। তার সাফল্যে তার এলাকার সংগঠন অভিযাত্রিক পরিষদ অভিনন্দন জানিয়েছেন। সেই বর্তমানে অত্র পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেছেন। এছাড়া আরো বিভিন্ন সংগঠন তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। জাফতনগরের বর্তমান চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া বলেন, আমাদের এলাকার একজন মেধাবী ছাত্র তার মেধার স্বাক্ষর রেখেছেন। তাকে দেখে বাকি ছাত্র ছাত্রীরাও তাকে মডেল হিসেবে দেখবে ও উৎসাহ পাবে। আমি জাফতনগর বাসীর পক্ষ হতে তাকে আন্তরিক মোবারক বাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যৎ এ এলাকার শিকার আলো ছড়ানোর কাজে নিয়োজিত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে নিয়োগ পাওয়ার পর তার সাথে যোগাযোগ করলে সেই বলে, সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। তারপর আমার মা বাবা, আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের প্রতি। প্রবাসী বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবা প্রবাসে আর মা গৃহিণী তাদের উৎসাহ আমার জীবন চলার প্রেরণা। বাবা মায়ের দোয়া আর নিজের প্ররিশ্রম ও অধ্যাবসায় থাকলে নিজের লক্ষ্যে পৌঁছনো সম্ভব। সবার কাছে দোয়া চাই যেন,নিজ দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। সবচেয়ে বেশি আনন্দিত আমার সেই চির চেনা স্বপ্নের ক্যাম্পাসে আমি একদিন ছাত্র হিসেবে পড়তে গিয়েছিলাম কিন্তু এখন যাব স্বপ্নের ক্যাম্পাসের একজন শিক্ষক হয়ে। এরচেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।