চবিতে ইপসা'র গবেষণা শীর্ষক সেমিনার ;
উচ্চমূল্যের ফল,ফসল সম্প্রসারণ এবং বিপণনের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ও আয়োজকেরা।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ও আয়োজকেরা।

হাকিম মোল্লা, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “ উচ্চমূল্যের ফল, ফসল সম্প্রসারণ এবং বিপণনের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন: ইপসা এর গবেষনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ৭ আগস্ট ২০২৫ ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদেও ডিন প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর ম্যানেজম্যান্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী, সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ, প্রকল্প কর্মকর্তা সুমন দেবনাথ। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আরএমটিপি উচ্চমূল্যের ফল, ফসল সম্প্রসারণ এবং বিপণন (উচ্চমূল্যের ফল, ফসল সম্প্রসারণ এবং বিপণন) প্রকল্পের আওতায় এই সেমিনারে গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

সেমিনারে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নাসরুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে ইপসা -আরএমটিপি উচ্চমূল্যের ফল, ফসল সম্প্রসারণ এবং বিপণন প্রকল্পের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়। তিনি সীতাকু- ও মিরসরাই উপজেলায় উচ্চমূল্যের ফল উৎপাদন সম্প্রসারণ, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, উদ্যোক্তা প্রশিক্ষণ, কৃষকের আয় ও পুষ্টি বৃদ্ধির পাশাপাশি পরিবহন, সংরক্ষণ ও প্রকল্পের স্থায়িত্ব সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন।
ইপসা’র প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রকল্পের লক্ষ্য ৬,০০০ প্রান্তিক কৃষককে সম্পৃক্ত করা। তিনি কৃষক- কেন্দ্রিক ও টেকসই সমাধান নিশ্চিত করতে ভবিষ্যৎ কৌশল অভিযোজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অধ্যাপক ড. কামাল উদ্দিন ইপসা’র উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতের গবেষণায় গ্রামীণ উদ্যোক্তাদের আর্থিক গতিশীলতা বোঝার জন্য অর্থনীতিবিদ ও নৃবিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা উচিত। তিনি প্রকল্পটি অন্যান্য জেলায় সম্প্রসারণের পরামর্শও দেন।

সেমিনারের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অধ্যাপক ড. আমির মোহাম্মদ নাসরুল্লাহ ইপসা এর প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমানের হাতে গবেষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, উচ্চমূল্যের ফলের চাষ শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে না, বরং গ্রামীণ জীবিকাও উল্লেখযোগ্যভাবে উন্নত করে। তিনি অর্থনৈতিক উন্নয়নে ইপসা’র অবদান প্রশংসা করেন এবং সেমিনারের সফল বাস্তবায়নে জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন