

হাকিম মোল্লা, সীতাকুণ্ড : সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট ইত্যাদি বিষয়সহ ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা, সরকারের বিভিন্ন দপ্তরের সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়নের নাগরিকদের সাথে উপজেলা প্রশাসনের এক “গণ-সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ) ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ “গণ-সংলাপ” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম
এতে সভাপতিত্ব করেন জনাব সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড এবং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ইউনিয়নের সম্মানিত গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণ- সংলাপে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট নিরসন, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার
অফিসার ইনচার্জ মুজিবর রহমান , ; উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজাম্মাল হোসেন।












