নেই ছাত্রত্ব, তবু কলেজ ছাত্রদলের সভাপতির পদে!

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই গণ্যঅভ্যুত্থানে দলের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।

নতুন বাংলাদেশে ছাত্রদলের কমিটি ঘোষণা করার জন্য কেন্দ্র থেকে নিয়মিত ও অধ্যয়নরত ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করে। গতকাল (১৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় জেলা ছাত্রদলের দলীয় প্যাডে। অনুমোদিত কমিটিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। উক্ত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়।

তবে অনুমোদিত কমিটিতে থাকা কিছু নেতার ছাত্রত্বহীনতার বিষয়টি প্রকাশ্যে আসে। বিশেষ করে ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক (কমিটি ঘোষণা ২০২০ সাল) বর্তমান সভাপতি পদে থাকা কাউছার ফরহাদ (কে এফ সাইমুন) এর ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ অনুযায়ী, তার ছাত্রত্ব ২০১৮ সালে ডিগ্রি পাস এবং ২০২০-২১ সালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মাস্টার্স শেষ করেছে এর পর দীর্ঘদিন কলেজে আসেননি, ৫ আগস্টের পর হঠাৎ কলেজে ফিরে আসেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোলপাড় ছলছে। শহীদুল ইসলাম নামে একজন লিখেন ‘ এটা স্পেশাল পোস্ট’।

এম এ আবছার নামে আরেকজ লিখেন ‘যাদের ছাত্রত্ব নেই তাদের দায়িত্ব নিতে লজ্জা করেনা।’

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত উদ্দিন মুন্না বলেন, কেউ তথ্য গোপন করে কমিটিকে আসে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাইমুনের বিষয়টি ইতোমধ্যে উত্তর জেলা নেতৃবৃন্দকে জানিয়েছি। সে যদি তথ্য গোপন করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতির বিষয়ে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক এইচ.এম.সাইফুদ্দীন বলেন, যেই কলেজে ছাত্রত্ব নেই সেই কলেজে দায়িত্ব দেয়ার কোন মানেই হয় না, কে এফ সাইমুন ফটিকছড়ি কলেজ থেকে ডিগ্রী পাস করেছে আমরা এ ব্যাপারে সকলেই অবগত । দায়িত্ব দেয়া হোক কলেজে অধ্যয়নরত ছাত্রত্ব থাকা ছাত্রদল নেতাকর্মীদের।

পৌরসভা ছাত্রদলের আরেক নেতা তানভীর জানিয়েছেন, এই কমিটির অনেকেই পূর্বে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর তারা ছাত্রদলে যোগ দিয়েছেন।

সাইমুনের ছাত্রত্বের বিষয়ে কলেজ অধ্যক্ষ আব্দুল খালেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখন ঝামেলায় আছি, পরে কথা বলবো,” তবে পরে আর কোনো মন্তব্য করেননি।

কে এফ সাইমুন নিজে ছাত্রত্ব না থাকার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বর্তমানে তিনি কোন বর্ষে অধ্যয়নরত তা জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শেয়ার করুন