
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলায় গ্রাম আদালতের ফরমস, ফরমেট ও রেজিস্টার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে গ্রাম আদালতের এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার এনআইএলজি উপপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) এ.কে.এম লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) পাঠান মো: সাইদুজ্জামান। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গ্রাম পুলিশদের ইউনিয়ন পরিষদের আইন বিধি এবং অন্যান্য সব বিষয়ে সার্বিক ধারনা থাকা প্রয়োজন। এর মধ্যে অন্যতম গ্রাম আদালত এবং জন্মমৃত্যু নিবন্ধন যার সাথে গ্রাম পুলিশদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের একটি অন্যতম বিচারিক সেবা। এ সেবা নিশ্চিত করার মাধ্যমে আমাদের প্রচলিত বিচারিক আদালত তথা উচ্চতর আদালতের মামলা জট কমাতে সহায়তা করছে। গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিস্পত্তিতে নথিপত্র প্রস্তুত ও রেজিস্টার অনুসরণ করার বিষয়ে গ্রাম আদালত বিধিমালা ২০১৬ অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে। ফলে বিধিমালা অনুসরণ করে গ্রাম আদাতের নথিব্যবস্থাপনা নিশ্চিত করার আবশ্যকতা রয়েছে।