ট্রাম্প-জামাতাকে টাকা না দেয়ায় কাতার অবরোধ?

সন্ত্রাসবাদে মদদ ও অর্থ সহায়তা দেয়ার অভিযোগ এনে গত ৫ জুন সৌদি আরব ও মিশরসহ সাতটি দেশ কাতারের সঙ্গে ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।  তবে এ অবরোধে যে আমেরিকার মদদ ছিল তা বুঝতে রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন ছিল না।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ অবরোধে সমর্থন দিয়েছেন। এবার থলের বিড়ালটা সবার সামনে বেরিয়ে এল।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী জারেড কুশনারকে কাতার ঋণ না দেয়ার এ অবরোধ আরোপ করা হয়েছে।  জারেড কুশনার হোয়াইট হাউজের জ্যৈষ্ট উপদেষ্টার দায়িত্বে আছেন।

কাতারের রাজপরিবারের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানির কাছ থেকে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ নেয়ার চেষ্টা করেছিলেন কুশনার। শেখ হামাদ বিন জসিম আল-থানি অর্থ দিতে রাজি হলেও নানা কারণে পরে নিজের অবস্থান থেকে সরে আসেন।  সেজন্যই ক্ষিপ্ত কুশনার শ্বশুরের ক্ষমতা ব্যবহার করে কাতারের ওপর অবরোধ জারি করেন।

শেয়ার করুন