ফটিকছড়ি প্রতিনিধি:হাতে সময়-সুযোগ হলেই তিনি ছুটে যান কাছের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। নিজের সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের দেন পাঠদানের অনুপ্রেরণা। শুধু পড়ার ক্ষেত্রে নয়, শিক্ষাব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া এই ব্যক্তিটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম।
৩৮ তম বিসিএসের এই প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত বাসনা হৃদয়ে ধারণ করেন। আর এজন্য সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই ছুটে যান আশেপাশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ উপজেলার নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছুটে যান তিনি। সাথে ছিলেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাব উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী তাদের স্বাগত জানান। গার্লস গাইডের সদস্যরা তাদের সালাম ও গার্ড অব অনার দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘হঠাৎ স্যারেরা বিদ্যালয়ে আসেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সম্মান জানিয়ে অতিথির চেয়ারে না বসে ‘সবাই দাঁড়িয়ে’ তাদের অনুপ্রেরণা গল্প শোনান। পরে বিদ্যালয়ের আঙিনা ঘুরে দেখেন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক নানা পরামর্শ ও উপদেশ দেন।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই। তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের সান্নিধ্য পাওয়া অসাধারণ ব্যাপার। এতে তোমাদের শেখাতে যেমন পারছি, আবার এই বিদ্যালয়ে কোনো সমস্যা আছে কি না, সেটাও সরেজমিনে দেখছি।’ তিনি বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের নানাবিদ উন্নয়নে ভূমিকা রাখতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত জানিয়ে তিনি বলেন, ‘জীবনে ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি। সবসময় বাবা-মার কথা শুনবে, ভালো বই পড়বে এবং ¯্রস্টার আদেশ মেনে চলবে। মুঠোফোনের নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলবে। তাহলেই জীবনে সফলতা আসবে।’
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাব উদ্দিন বলেন, ‘শিক্ষা হচ্ছে আলো। তোমাদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম, নেতৃত্ব ও মানবিকতা খুবই জরুরী। বর্তমানে শিক্ষাক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে। শিক্ষাজীবনের এই মধুর সময় তোমরা অপচয় করো না। সড়কে শৃংখলা রক্ষা ও বখাটেদের নিয়ন্ত্রণে পুলিশ তোমাদের পাশে আছে-থাকবে। তোমরাই এদেশে আগামী। দেশ তোমাদের দিকে থাকিয়ে।’
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ বলেন, ‘শিষ্টাচার, ক্ষমা ও র্কতব্যপরায়ণতা-এই তিন গুণকে যারা আয়ত্ত করে, তারাই শিক্ষক। সেই শিক্ষকের ভূমিকা দেখিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তিনি সমাজে লুকিয়ে থাকা অন্ধকার, অনাচার, কুসংস্কার, দূর করে আলোকতি সমাজ বিনির্মাণে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখ্য ভূমকিা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তোমাদের হাতেই সুজলা সুফলা এই দেশ; ফলে কখনো পথ হারাবে না বাংলাদেশ।’
আনন্দে আপ্লুত অস্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া জারিন বলে, ‘সরকারের এই বড় কর্মকর্তাদের সব কথা অক্ষরে অক্ষরে পালনের মধ্যদিয়ে আমরা নারী শিক্ষা জাগরনের এ প্রতিষ্ঠানকে একটি মডেল প্রতিষ্ঠানে রুপান্তর করবো।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত