
ফটিকছড়ি প্রতিনিধি: নিরপেক্ষ নয়,মানবিক ও বিবেকের পক্ষেই থাকবেন উপজেলার সাংবাদিকরা। যে কোনো অনিয়ম, দুর্ণীতি ও অসংগতি চোখে চোখে রেখে সর্বদা দেশের ভালোটাই তারা চাইবেন। উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম সমুন্নত রাখতে আপনাদের লেখনি হবে এই জাতীর চালিকাশক্তি।
চট্টগ্রামের ফটিকছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এর সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় তার কার্যালয়ে শুরু হয়ে সভাটি চলে দীর্ঘ দেড় ঘন্টা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী সাংবাদিকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘এখানকার সাংবাদিকরা বন্ধু প্রতীম। প্রশাসন ও সাংবাদিকরা মিলেমিশে কাজ করলে উপজেলার অভূতপূূর্ণ উন্নয়ন কোন বাঁধা হবে না। তিনি সার্বিক সহযোগীতা ও অবাধ তথ্য আদান-প্রদানে ইউএনওর সহায়তা কামনা করেন।’
ক্লাবের জৈষ্ঠ্য সহ সভাপতি এস এম আক্কাছ বলেন, ‘আমরা কখনো নিরপেক্ষ থাকবো না। বিবেকই আমাদের পক্ষ। আমাদের লেখনি স্বাধীনতা ও সাংবাদিকতার নীতিকে কাজে লাগিয়ে আপনাদের নানা ত্রুটি-অসংগতি দেখিয়ে দিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবো। তবে সাংবাদিকদের সাথে প্রশাসনের সাপে-নেউলে সর্ম্পকের যাতে উদ্ভব না হয় সে ব্যাপারে নবাগত ইউএনও ভূমিকা দেখাবেন।’
সাধারণ সম্পাদক এম এস আকাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদুল আলম, আবু মুছা জীবন, সালাহউদ্দিন জিকু, এনামুল হক, মো. সেলিম, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, কামরুল সবুজ, এইচ এম সাইফুদ্দিন, মো. আকতারুজ্জামান ও নুরুল আবছার নূরী প্রমুখ।
সভাশেষে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আপনাদের দিকে পুরো দেশ ও জাতি থাকিয়ে রয়েছে। পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অতীতের মতো ভুমিকা রাখবেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত