নিজস্ব প্রতিনিধি:১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা বেগম ফটিকছড়ি উপজেলায় শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন উপজেলা প্রশাসন কতৃক। ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস ২০২৫” মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে "অদম্য নারী পুরস্কার" কার্যক্রমের আওতায় "সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে 'ধর্মপুর ইউনিয়নের' চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আজাদী বাজারস্থ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল নাছিমা বেগম কে ফটিকছড়ি উপজেলায় "শ্রেষ্ঠ অদম্য নারী' পুরস্কার প্রদান করা হয়। এতে তার সহকর্মী ও সাধারণ জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ৫ আগস্টের পর চেয়ারম্যান পরিষদে নিয়মিত অনুপস্থিত থাকায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাকে ধর্মপুরে ১ম প্যানেল চেয়ারম্যান থাকায় উক্ত পরিষদের দায়িত্ব তাকে প্রদান করেন। সে সংরক্ষিত ওয়ার্ড ৭,৮,৯ এর মহিলা সদস্য। সেই মুন্দার বাড়ির সাবেক বাংলাদেশ বেতার কেন্দ্রের কর্মকর্তা মরহুম গোলাম রব্বানীর স্ত্রী। সেই একজন স্নাতক ডিগ্রীধারী ও জনগণের সেবার পাশাপাশি তিনি এবং তার সন্তান ( সেই ডিগ্রীধারী) মিলে একটি আধুনিক মানসম্মত কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন আজাদী বাজারের দক্ষিণ পাশে। তার আরেক সন্তান সিলেটে অধ্যয়নরত ও আরেক মেয়ে অনার্স অধ্যয়নরত। বলতে গেলে আসলেই সেই এক অদম্য নারী। সকল ছেলে মেয়েকে শিক্ষিত করার পাশাপাশি নিজেও সামাজিক বিভিন্ন কাজে নিজেকে জড়িত রেখেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত