রাজধানীর মগবাজারের দিলু রোডে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। পুলিশ বলছে, গুলিবিদ্ধ আনোয়ার হোসেন (৫৫) বাংলাদেশ মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি।
সোমবার বেলা ১১টার দিকে আনোয়ারকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ইস্কাটন রোডের বাসা থেকে আনোয়ার নিজেই প্রাইভেটকার চালিয়ে দিলুরোড দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী তাকে তিনটি গুলি করে; দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি তার পিঠে লাগে।
আনোয়ারের প্রাণ শঙ্কা নেই বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান বাচ্চু মিয়া।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলছেন, এটি ছিনতাইয়ের কোনো ঘটনা নয় বলেই তাদের মনে হচ্ছে।
“যদি ছিনতাইকারীরাই গুলি করত, তাহলে তারা কিছু ছিনিয়ে নিত।”
ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত