আনোয়ারায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উপজেলার কালাবিরি দীঘি মোড়ে মঙ্গলবার বিকেল পৌণে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তবে, দুই গাড়ির চালকেরা পালিয়ে গেলেও পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
আনোয়ারা থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে মইজ্জ্যারটেকগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিকাশ শীল (২০) নামের এক কলেজছাত্র নিহত ও অপর ৫ জন আহত হন। শিপ্রা শীল (১৬), সুখেন্দু বিকাশ শীল (৫০), বাপ্পী শীল (৩০) সনজিৎ শীল (৪০) ও মো. ইছমাইল (১৮) আহত হন। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী শীল মারা যায়।
সূত্র আরো জানায়, বাঁশখালী থেকে বাপ্পী শীলের বাবার বাড়ী থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে, ঘটনার পর চালকেরা পালিয়ে যায়। পুলিশ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, বাঁশখালীগামী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষ লাগলে হতাহতের ঘটনা ঘটে। দুই গাড়ির চালকেরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত