হাটহাজারী আলীপুর স্কুল এন্ড কলেজে
বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সোমনাথ হালদার। -ছবি প্রতিনিধি

চট্টগ্রাম : প্রতিবেশি দেশ ভারত, বাংলাদেশ ভারত একে অপরের বন্ধু। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত ভারত বাংলাদেশ একজন আরেক জনের বন্ধু হিসেবে পরিচিত। সামাজিক দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে, পূর্বের মত শিক্ষার ক্ষেত্রেও ভারত বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে, শিক্ষার্থীদের বলেন-‌’পড়া লেখা ছাড়া মানুষ সমাজ ও জাতি গঠনের কোন বিকল্প নেই। শিক্ষা মানুষের জন্য অতি প্রয়োজন। ‘

বুধবার (২৬ জুলাই) হাটহাজারী পৌর এলাকার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নব নির্মিত বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তুর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার চট্টগ্রাম শ্রী সোমনাথ হালদার এসব কথা বলেন।

মো: হাফিজুর রহমান ও মুজিবুল বশর লতিফীর যৌথ সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় গর্ভনিং বডি মো: রাসেল।

আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপলেজা নির্বাহী অফিসার আকতার উন নেছা শিউলী। -ছবি নয়াবাংলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপলেজা নির্বাহী অফিসার আকতার উন নেছা শিউলী, হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) এস.এস. আরমান শাকিল, হাটহাজারী কৃষি ইউনিষ্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আমিন, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, আব্দুল মাবুদ চৌধুরী, আলী আহম্মদ, এডভোকেট বাসুতি পাল, শ্রী শুভাসিং সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী সোমনাথ আরো বলেন, এই আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ যদি শিক্ষার মান ধরে রাখতে পারে তাহলে আমি ভারত সরকার থেকে প্রয়োজনীয় অনুদান আনার চেষ্টা করব। কিছুদিন পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকটি ল্যাপটপের ব্যবস্থা করেছি। সর্বশেষ এবার এই বিজ্ঞান ভবনের জন্য প্রথমে ১১ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছি। তিনি শিক্ষার্থীর উদ্দেশ্য বলেন-‌’বাবা তোমরা পড়ালেখা করে বড় হও। লেখা পড়া করে একদিন তোমরা হয়ে উঠবে এদেশের গর্বিত নাগরিক। উজ্জ্বল হবে তোমাদের মা বাবার মুখ। ‘
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুবিবুল্লাহ্ চৌধুরী ও গীতা পাঠ করেন- জয়শ্রী চক্রবর্তী।