টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজার : টেকনাফে বিজিবি অভিযানে ২কোটি ৩৭ লক্ষ ৮১ হাজার ৯শ টাকা মূল্যের ৭৯ হাজার ২শ ৩৭ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিপি। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে।

বুধবার (২৬জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় দমদমিয়া বিওপির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে নাজির পাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে আটক দু’পাচারকারী নৌকাসহ উলটো মিয়ারমার অভিমূখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে স্প্রীড বোড নিয়ে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে টহল টিম ধাওয়া করে মিয়ানমার মংডু থানার দলিয়া পাড়া এলাকার আবুল বশারের পুত্র জুনায়েত(৩০) ও নূর আলমের পুত্র জোহার(৩০) কে আটক করে। বিজিবি উপ-পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার বিষয়টি সত্যতা নিশ্চিত করে উদ্ধারকৃত ইয়াবা সহ দু’পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন