
আনোয়ারায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবদুল করিম (৪০)। তিনি উপজেলার পশ্চিম রায়পুরের মৃত ছবির আহমদের পুত্র বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, আনোয়ারা থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট আবদুল করিম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে। বুধবার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুরের সাহাব বানুর বাড়িতে তিনি অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রেজাউল করিম ও নুরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম বলেন, গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার তথ্য মতে বসতঘর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। আটক করিম থানার ওয়ারেন্টভুক্ত আসামী, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।