সেনাবাহিনীর ভুয়া মেজর প্রকাশ চাকমাকে আটক করেছে পুলিশ

সেনাবাহিনীর ভুয়া মেজর প্রকাশ চাকমা আটক। -ছবি প্রতিনিধি

খাগড়াছড়ি : সেনাবাহিনীর সামরিক পোশাক পরিহিত একাধিক ছবি ও সেনাবাহিনীর জাল আইডি কার্ডসহ প্রকাশ চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ২টার দিকে খাগড়াছড়ি থেকে পানছড়ির দিকে যাওয়ার পথে ভাইবোনছড়া পুলিশ ফাড়িঁতে ডিউটিরত পুলিশের এএসআই মোঃ ফারুক রাতের অন্ধকারে ‘এতরাতে কোথায় যাচ্ছেন’ জিজ্ঞাসা করলে আটককৃত যুবক প্রকাশ চাকমা সেনানীবাসের বিভিন্ন গেইট পাশ, আইডি কার্ড ও দরবার হলে সেনা কর্মকর্তাদের সাথে তোলা একাধিক গ্রুপ ছবি দেখিয়ে নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেয়। বিষয়টি এএসআই ফারুকের কাছে সন্দেহজনক মনে হওয়ায় এক পর্যায়ে তাকে স্থানীয় সেনা রিজিয়ন দপ্তরে নিয়ে যায়।

খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম বলেন, সে সেনাবাহিনীর ভুয়া অফিসার-মেজর সেজেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে তোলা প্রকাশ চাকমার গ্রুপ ছবিগুলো কম্পিউটাররাইজ করে বানানো হয়েছে। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আটককৃত প্রকাশ চাকমা রাঙামাটি জেলার বাঘাইহাটের উলুছড়ি এলাকার অরুন চাকমার ছেলে বলে জানান ওসি আব্দুল হান্নান।