কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক গণপরিষদ ও সাবেক জাতীয় সংসদ সদস্য বর্ষীয়ান নেতা সদ্যপ্রয়াত ইসহাক মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা লিয়াকত সিকদার ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আগ্রাবাদ হাজীপাড়াস্হ বর্ষিয়ান ওই নেতার কবরে ফাহেতা পাঠ, জেয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ নেতা, সদ্যপ্রয়াত বর্ষিয়ান এই নেতার কবরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাঁর স্মৃতিচারণ করে বলেন-‘ জাতির জনকের কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বের একজন খাঁটি সৈনিককে আমরা চিরতরে হারিয়েছি। বিজ্ঞ এ নেতার মৃত্যুতে শুধু চট্টগ্রামবাসীই নয়, পুরো আওয়ামী পরিবার একজন প্রকৃত অভিভাবক শূন্য হল। তাঁর প্রতি হৃদয়ের গভীর থেকে সর্বস্তরের মানুষের ভালবাসা,সম্মান আর শ্রদ্ধা থাকবে বলে আশাবাদৎ ব্যক্ত করেন তিনি ।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, শওকত হোসাইন, ফরহান আহমেদ, নাসির হায়দার বাবুল, নগর ছাত্রলীগের সাবেক নেতা মাসুম আহমেদ, খোরশেদ আহমেদ জুয়েল, ফজলুল কবির সোহেল, সোহেল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু, সাবেক সহ- সম্পাদক মেজবাহ উদ্দীন মোর্শেদ, মোসলেহ উদ্দীন আহম্মদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ইরফানুল আলম জিকু, রাজেশ বড়ুয়া, আব্দুর রহিম শামীম, নগর ছাত্রলীগের সহ- সভাপতি একরামুল হক রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল মুনছুর টিটু, বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহ ছাত্রলীগের আহবায়ক শেখ শফিউল আজম জিপু, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ উদ্দীন ফাহিম, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বাপ্পী প্রমুখ।